সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়কের একটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে তিন কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ মাদকের সাথে জড়িত মিলটন মিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
এসময় ইদিলপুর ইউনিয়নের একবারপুর এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে বগুড়াগামী মাওলানা কেরামত আলী নামের একটি যাত্রীবাহি বাস থেকে ওইসব গাঁজা জব্দসহ মিলটন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিলটন মিয়া রংপুরের কোতয়ালির দামোদরপুর এলাকার আব্দুল কাশেম মিয়া ও মিনতি বেগম দম্পতির ছেলে।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসটিতে থাকা মিলটন মিয়ার কাছ থেকে তিন কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী মিলটন মিয়াকে সাদুল্লাপুর থানায় হস্তার করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
আরএ