সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সকল মামলা থেকে বেকসুর খালাস পাওয়ায় এবং তার মুক্তিতে আর কোনো বাধা না থাকায় নেত্রকোনা জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করেছে বিএনপিসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলার পৃথক পৃথক স্থানে এসব আনন্দ মিছিল বের করা হয়।
সন্ধ্যায় জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন রনির নেতৃত্বে নেত্রকোনা পৌর শহরের স্টেশন রোড এলাকা থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে জেলা আইনজীবী ফোরাম শহরে একটি আনন্দ মিছিল বের করে।
এদিকে সন্ধ্যায় জেলার কেন্দুয়া পৌর শহরে বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের নেতৃত্বে এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের খাদ্যগুদাম সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়।
অপরদিকে বিকেলে লুৎফুজ্জামান বাবরের নিজ উপজেলা মদনেও আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপিসহ দলটির সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও বাবর ভক্ত শত শত সাধারণ মানুষ অংশ নেন।
এছাড়া লুৎফুজ্জামান বাবর সকল মামলা থেকে বেকসুর খালাস পাওয়ায় এবং তার মুক্তিতে আর কোনো বাধা না থাকার খবরে জেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করে বিএনপি নেতাকর্মীরা।
অ