সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নরসিংদীর রায়পুরায় জমির আইল নিয়ে বিরোধের জেরে মারামারি, এতে নারী- পুরুষসহ ৪ জন আহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি ) সকালে উপজেলার হাইরমারা ইউনিয়নের দড়ি হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে।
হাইরমারা ৯ নং ইউপি মেম্বার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের এলাকায় এমন মারামারির ঘটনা সচারাচর ঘটে না। তবে জমির আইল নিয়ে মারামারি একটি ঘটনা ঘটেছে। সামাজিকভাবে মিমাংসা করা যায় কিনা আমরা চেষ্টা করে দেখছি।
স্থানীয়রা জানান,দড়ি হাইরমারা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে সাইজুল একই গ্রামের বাবলু মিয়ার ছেলে হালিম সরকারের জমির ড্রেন কেটে ফেলে। এ নিয়ে রোববার তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সোমবার সকালে হালিম মিয়ার ছেলে বশির বাড়ীর পাশে ঈদগাহ মাঠে গেলে মজিবুর রহমানের ছেলে হুমায়ুন,তাকে মারধর করে। এ সময় তার ডাক চিৎকার শুনে তার পিতা-মাতা ঘটনাস্থলে গেলে হুমায়ুন ও তার সহযোগীরা বিভিন্ন দেশিয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে হামলা চালিয়ে হালিম সরকার, মাসুদা ও তাকমিনাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রায়পুরা থানার উপপরিদর্শক মো. শরীফুজ্জামান বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত না। তবে ভুক্তভোগীরা থানায় এসে অভিযোগ করলে আমরা অভিযোগ গ্রহণ করে আইনানুগ ব্যাবস্থা নেব।