সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সীগঞ্জের শ্রীনগরের আটকের পর থানা থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আলোচিত উপজেলা যুবদলের বহিস্কৃত নেতা তরিকুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে ৩ জনকে আদালতে নিয়ে আসলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আদালতে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩’র বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান তরিকুলসহ বাকিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
বাদী পক্ষের আইনজীবী এ.কে.এম নাসিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাদীর উপস্থিতেই শুনানি করা হয়। এসময় জামিন না মঞ্জুর করে কারগারে পাঠানোর নির্দেশ দিয়ে থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। যথাযথ বিচারের দাবিতে পরবর্তীতে আমরা বিচার চাইবো।
শ্রীনগর থানার ওসি তদন্ত আজাদ রহমান জানান, তরিকুলকে শ্রীনগরের দেউলভোগ এলাকা থেকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আগের একটি মারামারি মামলা, শ্রীনগর থানায় পুলিশকে মারধর ও ভাংচুরের মামলায় তাকে রোববার বিকেলে আদালতে পাঠানোর হয়েছে। এ ঘটনার আটক আরও ৩ জনকে আদালতে পাঠানোর হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগরে মারামারির মামলার এজহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে আটক করে পুলিশ। রাত ১০টার দিকে থানায় প্রবেশ ও হট্টগোল করে আটককৃতকে ছিনিয়ে নেয় বিএনপি নেতাকর্মী। এ ঘটনায় ঘিরে তৈরি হয় আলোচনা-সমালোচনা ঝড়।
আরএ