সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ক্রেতা ও বিক্রেতার বিরুদ্ধে পৃথক অভিযান করে তিন ব্যক্তিকে দেড়লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলায় এসব অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রোববার দুপুরে ফেনী সদর উপজেলার ছনুয়ার পূর্ব ছিলোনিয়া গ্রামের মাখন পালের বাড়ি সংলগ্ন ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল কাটার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ আইনে মাখন পাল ও স্বপন পালকে ৫০ হাজার টাকা এবং জামাল উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরএ