সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে পৌর শহরের কাচারিপাড় এলাকার জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ থেকে এই কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা লিফলেট হাতে নিয়ে শহরের মসজিদ রোড, শিববাড়ি মোড়, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকানপাট, রেল স্টেশন, অফিস-আদালত চত্বরসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষের কাছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের গুরুত্ব তুলে ধরে জনামত তৈরিতে আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহাদী, সহকারী যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ।
বক্তারা বলেন, জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের আন্দোলন সংগঠিত হয়েছে। তাই ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকার আগামী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারি করতে ব্যর্থ হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ঘোষণাপত্র জারি করতে উদ্যোগ নিবে।
লিফলেট বিতরণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম, বুশরা, জয়ন্তী বিশ্বাসসহ সংগঠনের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সরাইল উপজেলায় লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আরএ