সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লার আদর্শ সদরে দুর্গাপুর ইউনিয়নের দৌলতপুর পশ্চিমপাড়ায় পারিবারিক সম্পত্তি দখল নিয়ে সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ফয়সাল আহমেদ (৩৮)।
রোববার (১২ জানুয়ারি) সকালে দুর্গাপুর ইউনিয়নের দৌলতপুর পশ্চিমপাড়ায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ফয়সাল আহমেদ।
অভিযোগ সূত্র জানা যায়, অভিযুক্তরা অস্ত্রসহ সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে বাড়ি দখলের চেষ্টা করে। ভুক্তভোগীর বড় ভাই রায়হান উদ্দিন (৪২) ও তার স্ত্রী আখিনুর ইসলাম (৪২)-সহ ২০-৩০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী সংঘবদ্ধভাবে গত বছরের ২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে তাদের বাড়িতে আক্রমণ চালায়।
হামলাকারীরা লাঠিসোটা, দা ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ফয়সালের মাথায় ধারালো দা দিয়ে আঘাত করে। এছাড়া তার দুই বোন খোদেজা আক্তার (৪৯) ও খালেদা আক্তার (৪৬)-কে লাঠি দিয়ে আঘাত করে আহত করে।
অভিযোগসূত্রে আরও জানা যায়, হামলাকারীরা বাড়ির সিসি ক্যামেরা ও দরজা-জানালা ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতিসাধন করেছে। বর্তমানে আহতরা কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগকারী ফয়সাল আহমেদ জানান, সম্পত্তি দখলের পূর্ব পরিকল্পিত উদ্দেশেই আমার ও পরিবারের ওপর এই হামলা চালানো হয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অতি চাই অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরএ