সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন মেনে নেব না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে মাদারীপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
আসাদুজ্জামান রিপন বলেন, আমরা দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আমাদের স্পষ্ট অবস্থান জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা কোনো নির্বাচনই মেনে নেব না। আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে করবো না। স্থানীয় সরকার নিয়ে যে কমিশন করা হয়েছে তার রিপোর্ট আমরা দেখতে চাই। তারপর দলের অবস্থান জানানো হবে।
সরকারকে উদ্দেশ্যে তিনি বলেন, মুখে সংস্কারের কথা বললেও ভেতরে ভেতরে তাদের লোকজনকে বিভিন্ন স্থানে বসিয়ে দিচ্ছেন। তারাও পতিত হাসিনা সরকারের পথ অনুসরণ করে বিভিন্ন নিয়োগ দিচ্ছেন। এটা কোনোভাবেই কাম্য নয়। তাদের পাঁচ মাস হতে চললেও কেন উপদেষ্টাদের সম্পদের হিসেব দেওয়া হচ্ছে না।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া। পরিচালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহান। এসময় জেলা বিএনপির কাউন্সিল নিয়ে নেতাকর্মীরা আলোচনা করেন।
অ