সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনী পৌরসভার উত্তর সহদেবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী দিলো বিএনপি।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মাঝে এসব উপহার হিসেবে বিতরণ করেন পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।
এসময় পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। বিএনপি সব সময় সমাজের অবহেলিত, বঞ্চিত, নিগৃহীত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল। আগামীতেও থাকবে।
তিনি আরও বলেন, এ ওয়ার্ডটি সবচেয়ে অনুন্নত ও অবহেলিত। বিগত সময়ে এখানকার আওয়ামী লীগ সাধারণ মানুষকে নানাভাবে ব্যবহার করেছে। এলাকার উন্নয়ন করেনি। আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে আমরা এ এলাকার উন্নয়নে কাজ করবো।
এসময় ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম মামুন, সাধারণ সম্পাদক আবুল হাসনাত শিমুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক উল্লাহ মুরাদ ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল হালিম মানিক উপস্থিত ছিলেন।
এদিকে আগুনের ভয়াবহতা দেখে পাশের কলোনীর মনোয়ারা খাতুন রুমা (৬০) নামে এক নারী স্ট্রোক করে বুধবার মৃত্যুবরণ করে। অনুষ্ঠানে শেষে তার পরিবারের নিকট নগদ অর্থ সহায়তা প্রদান করেন পৌর বিএনপির।
এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ফেনী পৌরসভার উত্তর সহদেবপুর এলাকায় কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে অন্তত ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
আরএ