সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর হোসেনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (৬ জানুয়ারি) উপজেলার ছয়ানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক মীর হোসেন পতিত আওয়ামী লীগের দোসর ছিলেন। বর্তমানেও যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে স্বৈরাচারের দোসরদের নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটি করার পায়তারা করছে। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কামাল উদ্দিন কামালকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করার দাবিও জানান তারা।
অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।
আরএ