সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) যাওয়ার আগের দিন ড্রাইভারকে নিজে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দিলেন যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এমন বিস্ময়ের জন্ম দিয়েছেন জেলা প্রশাসক।
চাকরিজীবনের প্রায় চারদশক জেলা প্রশাসকের ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন হাবিবুর রহমান। সততা ও কর্মনিষ্ঠার মূর্ত প্রতীক হিসেবে ২০২২ সালে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হন এ গাড়িচলক ৷
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হাবিবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বলেন, সততা ও নৈতিক আচরণের প্রশ্নে আপোষহীনতার যে দৃষ্টান্ত হাবিবুর রহমান স্থাপন করেছেন তা বিরল। জেলা প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের হাবিবুরের আদর্শিক পদাঙ্ক অনুসরণের আহ্বান জানান আজাহারুল ইসলাম।
অনেকটা নিরবে কাজটি করলেও যশোরবাসীর চোখ এড়াতে পারেননি জেলা প্রশাসক। তার এ কর্মকাণ্ড শহরজুড়ে বিস্ময়ের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত প্রশংসার ধুম পড়ে গেছে। কেউ কেউ বলছেন বিদায়ী বছরের শেষ দিনে এমন ঘটনার মধ্য দিয়ে যশোর জেলা প্রশাসনের ইতিহাসে সম্মাননার নতুন অধ্যায়ের সৃষ্টি হলো।
আরএ