সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দিনাজপুরের নবাবগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর শাহাদত হোসেন খুন হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, সোমবার বিকেল ৩টার দিকে নবাবগঞ্জের মনিরামপুর গ্রামে টাকা-পয়সা নিয়ে শ্বশুরের সাথে বাক-বিতণ্ডায় লিপ্ত হয় জামাই। একপর্যায়ে জামাই শ্বশুরকে লাঠি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয় শুশুর। পরে শ্বশুর শাহাদত হোসেনকে দাউদপুর বাজারে নিয়ে যান স্বজনরা। সেখানে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি আরও জানান, পরিস্থিতি বুঝে সটকে পড়ে জামাই। রাত সোয়া ৯টা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। তবে ময়নাতদন্তের জন্য লাশ হেফাজতে নিয়েছেন তারা। মঙ্গলবার দিনাজপুরের মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করবেন তারা।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা আমরা জানতে পারি। এরপর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরএ