সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন (৭৫) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক হান্নান আলীকে (৪২) আটক করেছে পুলিশ।
নিহত ঠিকাদার মোয়াজ্জেম হোসেন রৌমারী সদর ইউনিয়নের রৌমারী বাজার পাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকার মৃত বখতিয়ার হোসেনের ছেলে ও আটক চালক হান্নান আলী রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়া এলাকার সাদেক মন্ডলের ছেলে।
নিহতের ছেলে আশিকুর রহমান বাবু জানান, সকাল সাড়ে ১২টার দিকে রৌমারী বাজার থেকে বাড়ি ফিরছিলেন তার বাবা ঠিকাদার মোয়াজ্জেম হোসেন। এ সময় তাকে সামন থেকে ধাক্কায় দেয় ট্রাক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক শুভ বলেন, ট্রাকের ধাক্কায় মাথায় আঘাত পেয়েছেন মোয়াজ্জেম হোসেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় চালক হান্নান আলী ও ট্রাক আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আরএ