সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটে ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ.) এর মাজার এলাকা থেকে উজ্জল মাতুব্বর (২২) নামের এক দর্শনার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মাজার সংলগ্ন রনবিজয়পুর গ্রামের আসমা বেগমের বাড়ির পাশের ডোবা মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত উজ্জল মাতুব্বর গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার মৃত হান্নান মাতুব্বরের ছেলে। সে গত দুই দিন আগে মাজারের ওরশ শরীফে আসছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরিবারের সদস্যরা জানিয়েছেন উজ্জল মাতুব্বর মৃগী রোগী ছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরএ