সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা আতাউর রহমান আঙ্গুর নামে এক আওয়ামী লীগ নেতা শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে গুরুতর অসুস্থ হলে কারাগার থেকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আঙ্গুর সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দত্তবাড়ি মহল্লার বাসিন্দা ছিলেন। কারাগারের জেলার আবু নূর মো. রেজা এ তথ্য নিশ্চিত করেন।
জেলার জানান, আতাউর রহমান আঙ্গুর রাজনৈতিক একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১ নভেম্বর কারাগারে আসেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। কিন্তু মঙ্গলবার ভোরে হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরও জানান, এরপর দ্রুত ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
আরএ