সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুরের নাজিরপুরে সাপের কামড়ে মো. সুলতান খান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়। তিনি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর (খেজুরতলা) গ্রামের মৃত কলম খানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল খান ওই কৃষকের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, শুনেছি সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।
নিহতের ছেলে কাওসার খান জানান, তার পিতা সুলতান খান রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাড়ির কাছে মাছের ঘেরে মাছের খাবার দেন। পরে ঘেরের পাশে ঘাস দেখে তা পরিষ্কার করতে যান। এ সময় একটি সাপ তার বাম হাতের কনুইয়ের ওপর কামড় দেয়। পরে তিনি বাসায় ফিরে বিষয়টি পরিবারকে জানান। তারা তার হাত বেঁধে দিয়ে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী বাগেরহাটে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে আরও জানান, তার পিতার দেওয়া তথ্য মতে ওই সাপটি ছিল কালো এবং সাপের মাথায় লাল রঙের একটি এস চিহ্ন ছিল।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তরিকুল ইসলাম বলেন, সাপের বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে সাপটি কিং কোবরা প্রজাতির। এ ধরনের সাপ খুবই বিষাক্ত।
অ