সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলের কালিয়ার থানা পুলিশের কাছ থেকে হাতকড়া পরানো অবস্থায় ছিনিয়ে নেওয়া আসামি ছাবিবর আহম্মেদ শেখসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে চাঁদপুর গ্রামের আলীম শেখের ছেলে।
রোববার সকাল ১০ টার দিকে উপজেলার পুরুলিয়া ইউপির চাঁদপুর এলাকা থেকে আসামি ছাবিবর আহম্মেদ শেখকে গ্রেপ্তার করে। এর আগেরাতে একই গ্রামের আলিম শেখের ছেলে নিশান শেখ, মৃত্যু হাজী ওসমান মোল্লার ছেলে জাহিদ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।
কালিয়া থানা সূত্রে জানা গেছে, গত২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখকে হত্যার দায়ে ৮ জনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী কালিয়া আদালতে মামলা দায়ের করেন। চলতি মাসের ২ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানায় ছাব্বির আহম্মেদ শেখকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি সাব্বিরকে শনিবার (৭ডিসেম্বর) সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া আসামি সাব্বির আহম্মেদ শেখ এবং দুই জন আসামি ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। থানার কার্যক্রম শেষ করে আসামিদের বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এফএইচ