সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত আমাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিতে চাইলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে। তারা গরু বন্ধ করেছে। তাই বলে কি আমরা গরু খাই না?
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, ‘ব্যবসা-বাণিজ্য বন্ধ করলে ভারতের ইকোনোমিক্স ক্ষতিগ্রস্ত হবে। এটার সঙ্গে বহু মানুষ জড়িত। পলিটিক্যাল বিষয়ে ওনারা পলিটিক্স করছেন। পলিটিক্যাল অবরোধ করছেন করুক। আমাদের চেয়ে ওনাদের গরজ বেশি। আমি মনে করি না ব্যবসায়ীরা এটাকে সাপোর্ট করবেন।’
জাতীয় ঐক্যের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, রাজনীতিবিদরা দেশ চালান। সেখানে রাজনীতিবিদদের মধ্যে যদি ঐক্য না হয় তাহলে যে পথ নির্ধারণের কথা সেটা এলোমেলো হয়ে যায়। সবাই যখন একত্রে বসেছে এটা একটা বড় উদাহরণ হয়েছে।
এর আগে উপদেষ্টা ভোমরা স্থলবন্দর কাস্টমস, ইমিগ্রেশন এবং স্থলবন্দর এলাকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও ভোমরা স্থলবন্দরের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।
অ