সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় মিথিলা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এসময় তার কোলে থাকা ১১ মাস বয়সী ভাগনি আয়শার হাত ও পা কেটে গুরুতর আহত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ৫টার দিকে উপজেলার পাঁচ্চর রেল সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিথিলা আক্তার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা ওরফে মিজান সরদারের মেয়ে ও গুরুতর আহত আয়শা মাদবরেরচর ইউনিয়নের নাসিরেরমোড় এলাকার সুজন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, ১১ মাসের ভাগনি আয়শাকে নিয়ে বিকেলে বাড়ির কাছে ঘুরতে বের হয় আয়শা। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে মধুমতি এক্সপ্রেসের একটি যাত্রীবাহী ট্রেন। এ সময় আয়শা মোবাইল ফোন দিয়ে ছবি তুলছিল। অসাবধাণবশত ট্রেনের পাশে থাকায় পেছন থেকে তাকে ধাক্কা দেয় মধুমতি এক্সপ্রেস। ঘটনাস্থলেই মারা যায় মিথিলা। এতে গুরুতর আহত হয় তার কোলে থাকা ১১ মাসের আয়শা। পরে তাকে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর ঢাকা মেডিকেলে শিশুকে প্রেরণ করে চিকিৎসক।
পাঁচ্চর রয়েল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সঞ্জীব কুমার রায় বলেন, বাচ্চাটির বয়স ১১ মাস হবে। বাচ্চাটির হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় প্রেরণ করেছি। শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যুর খবর পেয়েছে। তার সাথে থাকা একটা বাচ্চাও গুরুতর আহত হয়েছে।
আরএ