সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইল সদর উপজেলার গোবরা স্ট্যান্ডে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলির অভিযোগ। বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে।
এসময় প্রতিপক্ষের হামলায় রিপন শেখ (৩৬) ও সাগর শেখ (৩০) নামে দুই ভাই আহত হয়। আহতদের উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসা শেষে তাদের আটক দেখিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নড়াইলের গোবরা বাজার এলাকায় সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়োরম্যান উজ্জ্বল শেখ ও নিউটন গাজী গ্রুপে আধিপত্য বিস্তার চলমান। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বুধবার সকালে প্রতিপক্ষকে ঘায়েল করতে ৩/৪ রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানা গেছে। তবে গুলিতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী পুরো এলাকায় তল্লাশি চালিয়ে রিপন শেখ ও সাগর শেখ নামে দুজনকে আটক করে। আটককৃত ২জন উজ্জ্বল শেখের সমর্থক বলে জানা গেছে।
সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। গোলাগুলির ঘটনা শুনেছি তবে কে কা করা করেছে এখনও নিশ্চিত নয়।
তিনি আরও বলেন, এসময় রিপন শেখ ও সাগর শেখ আটক করা হয়েছে। রিপন শেখের নামে নাশকতার মামলাসহ ৩টি মামলা রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।
এফএইচ