সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতীয় মিডিয়া সংখ্যালঘু নির্যাতনে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে দশটায় নেত্রকোনা শহরের বড় বাজার এলাকায় খেলাফত যুব আন্দোলন নেত্রকোনা জেলার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ তথা নেত্রকোনায় সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে। সেদেশের বিভিন্ন ব্লগেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এসব গুজব বন্ধ ও ভারতে বাংলাদেশের উপ-হাইকমিশনের ওপর হামলা ও বাংলাদেশের পতাকা অবমানার ঘটনার প্রতিবাদ জানায় খেলাফত যুব আন্দোলনের নেতারা।
এ বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, নেত্রকোনা একটি সম্প্রীতির শহর। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকলেই মিলে মিশে বসবাস করে আসছি। আজ পর্যন্ত কোনো দিন সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটেনি। তাই আমরা ভারতের বিভিন্ন গণমাধ্যমে যে মিথ্যা সংবাদ প্রচার করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া ভারতে বাংলাদেশের উপ- হাইকমিশনে হামলা ও বাংলাদেশর পতাকা অবমাননার প্রতিবাদ জানাচ্ছি। এ সময় নেত্রকোনার পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।
এসময় পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা বলেন, নেত্রকোনায় এখন পর্যন্ত কোনো সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেনি। সম্প্রীতির এই জেলা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- মাওলানা দেলোয়ার হোসেন সিদ্দিকী, হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।