সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সৌন্দর্য বর্ধনের নামে রাঙামাটি পৌরসভা কার্যালয়ের খোলা মাঠ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং জায়গাটি উন্মুক্ত রাখার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে সচেতন পৌরবাসী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে পৌরসভার প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রবিউল আলম, জেলা জাসাসের আহ্বায়ক মো. কামাল উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক, গ্রীন কমিউনিটির সভাপতি আব্দুল আল মামুন। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, পৌরসভার এই খোলাস্থানটিতে শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে। একই সাথে বিকেলে এই এলাকাসহ আশেপাশের শিশুরা এই মাঠে খেলাধুলা করে থাকে। পৌরসভার প্রশাসক জনগুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে জনবিরোধী কাজে লিপ্ত হয়েছেন।
এই পৌর প্রশাসক বিগত সরকারের ফ্যাসিজম ধরে রাখতে কাজ করছে। তাই এই ধরনের কাজ থেকে পৌর প্রশাসক যদি সরে না আসেন, তাহলে কঠোর আন্দোলন করতে আমরা বাধ্য হবো। জনগুরুত্বপূর্ণ এই মাঠকে উন্মুক্ত রাখার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
আরএ