সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)'র বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে জিলানী এন্টারপ্রাইজ। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে পুলিশ নিয়ে নিজেই হাজির হন ইউএনও। ফলে পণ্ড হয়ে যায় সংবাদ সম্মেলন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ভোগাই নদীর ইজারা গ্রহীতা প্রতিষ্ঠান জিলানী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল কাদির জিলানী নালিতাবাড়ী শহরের উত্তর গড়কান্দা এলাকায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ইজারাদার তার লিখিত বক্তব্যে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা নিজে লাভবান হওয়ার জন্য নিয়ম বহির্ভূতভাবে মোবাইল কোর্ট করে বালু উত্তোলনে বাধা সৃষ্টি করেন। এছাড়া নিলামে আটককৃত ৬ কোটি টাকার বালু অনিয়মের মাধ্যমে মাত্র ৯৪ লাখ টাকায় বিক্রি করে সরকারের রাজস্ব ক্ষতি করে নিজে লাভবান হন। তার নির্দেশে ইজারাকৃত জায়গার বাইরে নিলাম গ্রহীতাগণ অবৈধভাবে মিনি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করেন।
এছাড়াও ইজারাদার জিলানী ইউএনও কর্তৃক মিথ্যা মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে হয়রানিসহ নানা অভিযোগে তাকে হেনস্তা করার আশঙ্কা প্রকাশ করেন। আশঙ্কা প্রকাশ করার পরপরই ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) পুলিশ ফোর্স নিয়ে সংবাদ সম্মেলনস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে ইজারাদার আব্দুল কাদের জিলানী ও ব্যবসায়ী হারুন অর রশীদকে আটক করে নিয়ে যেতে চাই। পরে সাংবাদিকরা তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না সেটি জানতে চাইলে ইউএনও বিষয়টি পরে জানানো হবে বলে সাংবাদিকদের জানান। এরপর ইউএনও ইজারাদারকে বিভিন্ন প্রশ্ন করে তাদের আটক না করেই চলে যান। সংবাদকর্মীদের প্রশ্নের মুখে ইউএনও তার বিরুদ্ধে এসব অভিযোগের প্রমাণ দেখতে চাইলে অভিযোগকারী ইজারাদার তাৎক্ষণিক প্রমাণ দেখাতে ব্যর্থ হোন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। এসময় তিনি জানান, বিগত সরকারের আমল থেকে এসকল ইজারাদার ও বালু খেকোরা অন্যায়ভাবে নদী ভেঙে বালু উত্তোলন চালিয়ে আসছে, যা সম্পূর্ণ বেআইনি। অবৈধভাবে বালু উত্তোলনের ব্যপারে আমরা কোনো আপোষ করব না।
এ সংবাদ সম্মেলন উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকারি কর্মকর্তাকে মানহানি ঘটানোই উদ্দেশ্য ছিল। এটি কোনো স্বাধীনতা নয়। এসময় সরকারি কাজে সাংবাদিকদের সহযোগিতা চান ইউএনও মাসুদ রানা।
আরএ