সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩৭টি ড্রেজার মেশিন ও আনুষাঙ্গিক সরঞ্জাম জব্দ করেছে। রোববার (১ ডিসেম্বর) দুপুরে ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন সোনাপুর নামক স্থানে টাস্কফোর্স অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীনস্থ অলিনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০০/৩-এস থেকে আনুমানিক ৪শ’ গজ বাংলাদেশ অভ্যন্তরে ছাগলনাইয়া উপজেলার সোনাপুর নামক স্থানে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের ৩৭টি মেশিন ও আনুষাঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়। মেশিনগুলোর মধ্যে ৩৩টি ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রয়েছে। এর আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ ৭০ হাজার টাকা ও ৪টি মেশিন ও আনুষাঙ্গিক সরমঞ্জামাদি টাস্কফোর্স দল ঘটনাস্থলে ধ্বংস করেছে।
অভিযানে বাঁধা প্রদান করার চট্রগ্রামের জোরারগঞ্জ এলাকার মো. ছুট্ট মিয়ার ছেলে মো. শাহাদাত হোসেন (৩৫)-কে আটক করে জোরারগঞ্জ থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানে ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁনের নেতৃত্বে ২০ জন বিজিবি সদস্য, ছাগলনাইয়া থানার এসআই নাজমুলসহ পুলিশের একটি টহল দল অংশগ্রহণ করে। এছাড়াও সেনাবাহিনীর একটি দল দারোগারহাট নামক স্থানে রিজার্ভ হিসেবে অবস্থান করছিল।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তবর্তী নদী থেকে বালু উত্তোলনের ফলে সংশ্লিষ্ট এলাকা সমূহের ক্ষয়ক্ষতি রোধকল্পে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
আরএ