সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সুদমুক্ত এক লাখ থেকে কোটি টাকা ঋণের প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জ থেকে ঢাকার একটি সমাবেশে নিয়ে যাওয়া হয় চার শতাধিক নারী-পুরুষকে। তবে এদের কেউই জানতেন না তারা প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। শাহবাগে পৌঁছানোর পর আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে যাত্রীরা সদুত্তর দিতে না পারায় পাঁচটি বাস ফিরিয়ে দেওয়া হয়। এসময় ছাত্র-জনতার হাতে মারধরের শিকার হন অনেকে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে দবির উদ্দিন নামের এক প্রতারকের কথামতো মানিকগঞ্জ পৌরসভার জরিনা কলেজ এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পাঁচটি বাস।
এ ঘটনায় ভুক্তভোগীরা প্রতারক দবিরকে ঘেরাও করে আটকে রাখে এবং তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত চান। পরিস্থিতি উত্তপ্ত হলে যৌথবাহিনীর সদস্যরা দবিরকে গ্রেপ্তার করেন।
মো. দবির উদ্দিন (৫০) এর বাড়ি মানিকগঞ্জ পৌরসভার জরিনা কলেজ মোড় এলাকায়।
ভুক্তভোগীরা বলেন, ‘ঢাকায় ড. ইউনূসের একটা সমাবেশ আছে বলে আমাদের জানানো হয়। বলা হয়, সমাবেশ শেষে আমাদের সুদমুক্ত এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। পরে দবিরের অফিসে আমরা প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আসি। এসময় আমাদের কাছ থেকে ২৫০ টাকা করে নেওয়া হয়। পরে ঢাকায় গিয়ে প্রতারণার বিষয়টি জানতে পারি।
তারা আরও বলেন, ঢাকার শাহবাগে নামার পর স্থানীয় লোকজন আমাদের মারধর করে। পুলিশ আমাদের গাড়িগুলো ফিরিয়ে দেয়। পরে আমরা মানিকগঞ্জ চলে আসি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত দবির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এফএইচ