সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুষ্টিয়ার দৌলতপুরে মা-ছেলেকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ৩ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (২০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সোহানী পূষণ আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জোয়দ্দারপাড়া গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে হানিফ মোল্লা, একই উপজেলার সোনাইকান্দি গ্রামের ইমরান মণ্ডলের ছেলে আলী আকবর ও মৃত শহিদুল মণ্ডলের ছেলে লালচাঁদ মন্ডল। এছাড়াও প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদেশ দেন। রায় ঘোষণার পর আসামিদের কড়া নিরাপত্তায় কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৮ নভেম্বর নিজ বাড়িতে হত্যার শিকার হয় দৌলতপুরের সোনাইকান্দি গ্রামের স্বামী পরিত্যাক্তা ছানোয়ারা খাতুন (৪৯) ও তার ছেলে রাজ (৯)। এই ঘটনায় ভুক্তভোগী ছানোয়ারার মেয়ে পারভীনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আসামিরা ভুক্তভোগীর বাড়িতে চুরি করতে গিয়ে দেখে ফেলায় মা ও ছেলেকে হত্যা করেছে মর্মে জবানবন্দি দেয়।
অ