সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালীর কলাপাড়ায় মো. রিফাত (১৬) নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সহপাঠীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের মাদরাসা রোড কালভার্টের ওপর এ ঘটনা ঘটে।
রিফাতের পিতা মো. রিপন মোল্লা জানান, মঙ্গলবার বিকেলে রিফাত তার সহপাঠী ও সিনিয়র ভাইদের নিয়ে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে খেলা করতে ছিল। খেলার সময় সহপাঠীদের সঙ্গে খেলার বিষয় নিয়ে তর্ক হয়। পরে খেলা শেষে বাসায় ফেরার পথে ওত পেতে থাকা কয়েকজন সহপাঠী তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে রিফাতের পিঠে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা চলে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রিফাতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ঘটনা শুনে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পরিবেশ এখন শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
অ