সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় নিয়ে আসছে জামায়াত। শেরপুরের নালিতাবাড়ীতে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার কলসপাড় ও নয়াবিল ইউনিয়নে দুটিসহ মোট ৬টি ঘর উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা। নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও, রাজনগর, বাঘবের ও কলসপার ইউনিয়নে মোট ৬টি টিনসেড ঘর নির্মাণ শেষে বন্যায় ধ্বংস হওয়া পরিবারে এসকল ঘর হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, শেরপুর শহর জামায়াতের নায়েবে আমির গোলাম কিবরিয়া ভিপি, সহকারী সেক্রেটারি আমিনুর রসুল, নালিতাবাড়ী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জুবায়ের, নালিতাবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি উমর ফারুক, পোড়াগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি খালিদ সাইফুল্লাহ, রাজনগর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, কলসপার ইউনিয়ন সভাপতি হাফেজ সাখাওয়াত হোসাইন, বাঘবেড় ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহ, শিক্ষক পরিষদ সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমন, কবির হোসেন, দুলাল হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, বন্যাদুর্গত এলাকায় শেরপুরে কয়েক হাজার মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে। সরকারিভাবে পুনর্বাসনের তেমন উদ্যোগ না থাকায় মানুষের মাঝে তীব্র ক্ষোভ দেখা যায়। তারা বলেন, ভয়াবহ বন্যায় সব হারিয়ে নিঃস্ব হওয়ার পর সবদিক থেকে আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত এগিয়ে আসছে না সরকারি-বেসরকারি সংস্থাগুলো। সরকার ও বিত্তবানদের পাশে দাড়ানোর আহ্বান শেরপুরের বন্যাদুর্গতবাসীর।
আরএ