সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনীতে বিপুলসংখ্যক বিদেশি মদসহ শাহেদুল ইসলাম (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আর বুধবার (১৩ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা।
শাহেদুল ইসলাম একই উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার এয়াকুবের ছেলে।
সংবাদ সম্মেলনে মর্ম সিংহ ত্রিপুরা জানান, পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার এয়াকুব মিয়ার বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর সময় মো. শাহেদুল ইসলাম (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তার বসতঘরের খাটের নিচে ১১৫ বোতল বিদেশি মদ রয়েছে। পুলিশ সেগুলো উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও চোরাচালান আইনে মামলা দায়ের হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অ