সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর স্টেশন এলাকায় করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পূর্বসময়ে আলাউদ্দিন নগরের এলাকার রেল লাইনের পাশে ধান মাড়াই কাজ শেষে ফেরার পথে রেল লাইনে বসে টাকাভাগা ভাগি করছিলেন তারা। এসময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি আসলেও শব্দ পায়নি তারা। পরে ট্রেনে কাটা পড়ে ওই চারজনের মৃত্যু হয়।
করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ
এ বিষয়ে রেলওয়ে লালমনিরহাট থানার এসআই নিরস্ত্র আব্দুল্লাহ মো. আল মোমেন বলেন, লোকমারফতে জানতে পেরেছি বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয়া ট্রেনটি পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর স্টেশন এলাকায় আসলে সেখানে চারজন কাটা পড়ে নিহত হয়। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরবর্তীতে বিস্তারিত তথ্য জানাতে পারব।
এফএইচ