সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাওয়া ও পাগলা বিসিজি স্টেশনে মাছ লুটের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা মৎস্য ট্রান্সপোর্ট মালিক ও ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের আয়োজনে শহরের সুলতানপুর মাছবাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ট্রান্সপোর্ট ব্যবসায়ী আব্দুর রহমান অভিযোগ করে বলেন, মাওয়া বিসিজি স্টেশনের জিনায়েত হোসেন ও পাগলা বিসিজি স্টেশনের মো. ইমরান হোসেনের নেতৃত্বে মাছ লুট করা হয়। মাছ বহনকারী ট্রাক থেকে নিয়মিত মাছ লুট করা হচ্ছে। এই লুটের কারণে মৎস্য ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সঠিক বিচারের দাবি জানান তিনি।
এসময় মৎস্য ট্রান্সপোর্ট ব্যবসায়ী আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য ট্রান্সপোর্ট ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন প্রমুখ।
অ