সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরের নালিতাবাড়ীতে ভয়াবহ বন্যায় দুর্গতদের জন্য করা সেবা কার্যক্রম তুলে ধরে এক প্রেস ব্রিফিং করেছে সেবক নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে তারাগঞ্জ বাজারে সেবকের কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সেবকের সভাপতি কৃষিবিদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সংগঠনের কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং করেন- মনির জাহেদি রিজভি, ইমরান হোসেন চৌধুরী, মোহাম্মদ আরিফ, রকিবুল হাসান রানা, মশিউর রহমান মুসা, আছিয়া মারিয়াম।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ভয়াবহ বন্যাকে কেন্দ্র করে জন্ম নেয় স্বেচ্ছাসেবী সংগঠন সেবক। বন্যায় বিভিন্ন জনের দান অনুদানে দুর্গতদের মাঝে রান্না ও শুকনো খাবার, চিকিৎসা সেবা, ঘর নির্মাণ এবং কৃষি পুনর্বাসনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এতে তাদের ব্যয় হয় প্রায় ৯ লাখ টাকা। ভবিষ্যতে তারা নদী ও পাহাড় রক্ষা, দুর্যোগে মানুষের পাশে থাকা, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া এবং সংস্কৃতি নিযে কাজ করতে চায়। তারা গড়তে চায় আলোকিত নালিতাবাড়ী। স্বল্প সময়ে তাদের এ কর্মকাণ্ড এলাকার মানুষের বেশ প্রশংসা পেয়েছে।
এসময় নালিতাবাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা এম এ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সভাপতি মান্নান সোহেল, সহ-সভাপতি বিপ্লব দে কেটু, সাংবাদিক সাইফুল ইসলাম, জাহাঙ্গীর তালুকদারসহ অন্যারা উপস্থিত ছিলেন।
আরএ