সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কান্তনগর বাজারে। সোমবার (৪ নভেম্বর) বিকেলে দুলার বটেরতল নামক এলাকায় মোটসাইকেল চুরির সময় তাদরকে হাতেনাতে আটক করে স্থানীয়রা।
পরে দুই যুবককে কান্তনগর বাজারে নিয়ে এসে একটি ল্যাম্প পোস্টের খুঁটিতে রশি দিয়ে বেঁধে রাখা হয়। ঘটনার সময় প্রত্যক্ষদর্শীর মোবাইলে ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিষয়টি নিশ্চিত করে দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম জানান, মোটরসাইকেল চুরির সময় এলাকাবাসী হাতেনাতে দুই যুবককে ধরে ফেলেন। পরে রাতেই অভিযুক্ত যুবকদের পরিবারকে জানিয়ে ঘটনাটি আপোস করা হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি খুঁটিতে দুই যুবককে বেঁধে রাখা হয়। খুঁটির সঙ্গে রশি দিয়ে তাদের হাত বেঁধে রাখা ছিল। বেঁধে রাখা দুই যুবককে ঘিরে সেখানে ভিড় করেন স্থানীয় লোকজন। এসময় কেউ কেউ তাদেরকে চর-থাপ্পর দেয়। আবার উপস্থিত অনেকেই তাদেরকে মারধর করতে নিষেধ করেন।
পরে স্থানীয়রা ঘটনাটি ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে জানায়।
এফএইচ