সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরে ইজিবাইকের লাইসেন্স নবায়ন ফি কমানোর দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরের জনতা ব্যাংক মোড় থেকে দাবি আদায়ে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌর চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, প্রথমদিকে ফরিদপুর পৌরসভায় ইজিবাইক লাইসেন্স ফি ৯৭৫ টাকা ছিল। বিগত সরকারের আমলে সেই লাইসেন্স ফি ২ হাজার ৯৭৫ টাকা করা হয়। যা ইজিবাইক মালিক শ্রমিকদের জন্য পরিশোধ করা খুব কষ্টদায়ক। তাই পূর্বের ন্যায় লাইসেন্সের নবায়ন ফি নির্ধারণের দাবি জানান বক্তারা।
পরে ইজিবাইক মালিক শ্রমিকের পক্ষ থেকে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. তানজিলুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
অ