সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের মারধর এবং ঝাড়ু মিছিলের ঘটনায় তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শেরপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মো. আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কার হওয়া তিনজন হলেন– জাতীয়তাবাদী শ্রমিক দলের ঝিনাইগাতী উপজেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব এমদাদুল হক মোল্লা, সদস্য হোসেন আলী ছোট ও ঝিনাইগাতী সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ফারুক মিয়া।
এর আগে শনিবার রাতে জেলা শ্রমিক দলের সভাপতি মো. শওকত আলী ও সাধারণ সম্পাদক শাহ মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শ্রমিক দলের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে সদ্য ঘোষিত জাতীয়তাবাদী শ্রমিক দলের ঝিনাইগাতী উপজেলা আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে কমিটির সদস্য আব্দুর রহিম, কাংশা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামকে মারধর করেন সদ্য বহিষ্কার হওয়া সদস্যসচিব এমদাদুল হক মোল্লার সমর্থক। এ সময় কমিটির সদস্য নুর ইসলাম মেম্বারের মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেন তারা। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে পরের দিন শুক্রবার সকালে কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদকে মারধর করেন এমদাদুল হক মোল্লার সমর্থকরা। পরে বিকেলে সদ্য বহিষ্কার হওয়া সদস্য সচিবের নেতৃত্বে একটি ঝাড়ু মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুর রহিম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অ