সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির নেতারা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিজ দলের (বিএনপি) নেতাদের চা খেতেও নিষেধ করেছেন।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ী বাজারে রামনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভায় বক্তৃতাকালে এ নির্দেশনা দেন নেতারা।
উপজেলা বিএনপির নেতারা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ নেতারা এই জাতির রক্ত চুষে খেয়েছেন। লুটপাট করে খেয়েছেন। টাকা পাচার করেছেন। মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছেন। তাদের সঙ্গে আমাদের কোনো আপস ও আত্মীয়তা নেই। এমনকি আওয়ামী লীগের ওইসব নেতাদের সঙ্গে বসে চাও খাবেন না। তবে সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে।
তারা আরও বলেন, শেখ হাসিনা ও তার এমপি-মন্ত্রীরা পালিয়ে গেছেন। কিন্তু এখনো কিছু আওয়ামী লীগ নেতা ষড়যন্ত্র করছেন। তবে তাদের সকল ষড়যন্ত্র এখন থেকে রুখে দেওয়া হবে। বিএনপি নেতাকর্মীদের টানা ১৭ বছর জ্বালিয়েছে। এখন আর জ্বালানোর সুযোগ দেওয়া হবে না।
উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মন্ডলের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, নগরকান্দা পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, রামনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম ব্যাপারী প্রমুখ।
অ