সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
স্বাভাবিক হয়ে উঠছে ভোলার উপকূল। শুক্রবার সকাল থেকেই রৌদ্রজ্জল আবহাওয়া বিরাজ করলেও বিক্ষুদ্ধ হয়েছে উঠেছে নদ নদী। এতে কিছুটা আতঙ্কিত উপকূলের মানুষ।
এদিকে টানা ২য় দিনের মতো বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ ও দূর পাল্লার রুটের নৌ যান চলাচল। সকাল ১১টা থেকে শুরু হয়েছে ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল। উপকূলের তীরের কাছাকাছি নোঙ্গর রয়েছে জাহাজগুলো।
অপরদিকে ঘূর্ণিঝড় দানা মোকবিলায় ৭৮৯টি আশ্রয়কেন্দ্র ও ৯টি মেডিকেল টিম ও ১৪ হাজার সেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে।
ভোলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা বলেন, স্বাভাবিক রয়েছে উপকূল। তবে কোথায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ভোলা নদী বন্দরের উপ-পরিচালক শহিদুল ইসলাম বলেন, সতর্কতা সংকেত নামানো হলে পর্যায়ক্রমে সব রুটে লঞ্চ চলাচল শুরু হবে।
আরএ