সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঘূর্ণিঝড় দানা আঘাত হেনেছে উপকূল অঞ্চলে। এ কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ৩ টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় দানা উপকূলে আঘাত হানায় কর্তৃপক্ষের নির্দেশে সাময়িক ভাবে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফেরিসমূহ ফেরিঘাটে নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
এফএইচ