সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভরত শ্রমিকদের ওপর জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে শ্রমিকরা সড়ক ছেড়ে গেলে ৩২ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইর ত্রি মোড়ের অবরোধ ছেড়ে যায় শ্রমিকরা।
এর আগে, সোমবার সকাল থেকে শুরু করে মঙ্গলবারও টানা অবরোধ চালিয়ে যাচ্ছিল আশুলিয়ার জেনারেশন নেক্সট লিমিটেড কারখানার কয়েকশ’ শ্রমিক।
টানা অবরোধের কারণে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, তিন মাসের বেশি সময় ধরে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানাটি বন্ধ রেখেছেন মালিকপক্ষ। কারখানাটিতে কাজ করে প্রায় ৬ হাজার শ্রমিক। গেল ৪ মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। বেতন পরিশোধের দাবিতে শমিকরা কয়েকদফা আন্দোলন করেছেন। বিজিএমইএসহ অন্যান্য দপ্তরে যোগাযোগ করেছেন। তারপরও তাদের পাওনা পরিশোধ না করায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
পরে মঙ্গলবার বিকেলে সেনাবাহিনী, শিল্প পুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা শ্রমিকদের প্রথমে বুঝিয়ে সরিয়ে দিতে চেষ্টা করে। শ্রমিকরা না মানায় একপর্যায় জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়। তবে এসময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরএ