সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনী সদর ও পৌরসভাসহ আওতাধীন ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার বিকেলে (৫ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ফেনী সদর উপজেলাসহ তিনটি উপজেলার পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিসমূহ মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই উক্ত ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী ফেনী সদর উপজেলা, পৌর, সদর উপজেলাধীন ও পৌরসভাধীন কলেজ, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি সমূহ বিলুপ্ত ঘোষণা করা হয়।
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, ফেনীতে হাটবাজারসহ একাধিক ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠে ফেনী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। রেহাই পায়নি তার দলের ভিন্ন গ্রুপের লোকজনও। এ সংক্রান্ত একটি অডিও ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করে।
আরএ