সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরের মেম্বারবাড়ী এলাকায় সিলকেন সুইং লিমিটেড কারখানার শ্রমিকেরা সকাল থেকেই কাজে যোগ না দিয়ে দুর্নীতিবাজ কয়েকজন কর্মকর্তাদের অপসারণসহ বিভিন্ন দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এসময় সড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে চার ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টায় কারখানা কর্তৃপক্ষ তাদের সকল দাবি মেনে নিলে শ্রমিকেরা সড়কে থেকে সড়ে গেলে যান চলাচল শুরু হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বানিয়ারাচাল-ভবানীপুর (মেম্বারবাড়ী) এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল।
সিলকেন সুইং লিমিটেড কারখানার শ্রমিক রতন, কামাল হোসেন, নার্গিসসহ আন্দোলনকারী শ্রমিকেরা অভিযোগ করে জানান, উৎপাদন ফ্লোরে প্রায়ই উর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দুর্ব্যবহার ও হয়রানি করে। গত ১৬ সেপ্টেম্বর আমরা আন্দোলন করে ওইসব স্টাফদেরকে অপসারনের দাবি জানালে কর্তৃপক্ষ মেনে নিয়েছে বলে আমাদের আশ্বাস দিয়েছিল। কিন্তু আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে কারখানা কর্তৃপক্ষ প্রতারণা করেছে। ওইসব কর্মকর্তাদেরকে কৌশলে আবার কারখানায় কাজে যোগ দেওয়া হয়েছে। তাছাড়া আমাদের অন্যান্য যে দাবিগুলো ছিল সেগুলোও মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মেনে নেয়নি। আমরা দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণসহ ১৮ দফা দাবিতে মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ করছি।
তাদের দাবিগুলো হলো সব শ্রমিকের হাজিরা বোনাস ১০০ টাকা, রাত ৮ টা পর্যন্ত কাজ করলে ৪০ টাকা টিফিন বিল দিতে হবে, চাকুরির বয়স ৬ মাস পূর্ণ হলে ঈদ বোনাস দিতে হবে, রাত ১২ টা পর্যন্ত কাজ করলে ১০০ টাকা নাইট বিল প্রদান করতে হবে, শ্রম আইন অনুযায়ী প্রতি বছরের অর্জিত টাকা সময়মতোপরিশোধ করতে হবে, শ্রমিকদের প্রয়োজন অনুযায়ী তাদের সকল প্রাপ্য ছুটি দিতে হবে, নারী/পুরুষ শ্রমিকদেরকে দক্ষতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, আন্দালনকারী শ্রমিকদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাবে না, শ্রমিকদের সাথে কোন প্রকার দুর্ব্যবহার করা যাবে না, কর্মস্থলে মোবাইল ব্যবহারের অনুমতি দিতে হবে এবয় ওয়েল ফেয়ার অফিসার লাভলী ইয়াসমীনসহ দুর্ণীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করতে হবে।
তারা বলেন গত ১৬ সেপ্টেম্বর আমাদের আন্দোলননের পর কারখানা কর্তৃপক্ষ উপরোক্ত দাবিগুলো মেনে কারখানা গেইটে একটি নোটিশ টানিয়ে দেয়। কিন্তু আমরা কাজে যোগদানের পর আন্দালনকারী শ্রমিকদেরকে ছাটাই শুরু করে। তাছাড়া দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে অপসারণ না করে তাদেরকে পুনরায় কর্তৃপক্ষ কাজে নিয়ে আসে। কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেওয়ার লিখিত নোটিশ টানিয়ে দিলেও তারা সেগুলো মেনে নেয়নি। আমাদের সঙ্গে মিথ্যাচার করেছে কারখানা কর্তৃপক্ষ। তাই আমরা আমাদের যৌক্তিক দাবী জানিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকাল থেকেই শ্রমিকেরা কাজে যোগদান না করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণসহ ১৮ দফা দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় সড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের সকল দাবী মেনে নিয়ে শ্রমিকেরা সড়ক থেকে সড়ে গেলে সাড়ে ৪ ঘন্টাপর যান চলাচল স্বাভাবিক হয়। আজকের জন্য কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করেছে।
এফএইচ