সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইকের ধাক্কায় তৈয়বা খাতুন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের পূর্ব মাদলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়বা ওই গ্রামের মহসীন আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শিশু তৈয়বা বাড়ি থেকে চাচার বাড়ি যাচ্ছিল। এসময় বাড়ির সামনের রাস্তা পার হতে গিয়ে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় শিশুটি। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: এহতেশাম শহীদ বলেন, ‘শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’
অ