সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনার কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে আরাফাত হোসেন নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামে বাড়ির সংলগ্ন ডোবায় ডুবে আরাফাতের মৃত্যু হয়।
শিশু আরাফাত তেরোতোপা গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আরাফাতে বিছানায় রেখে তার মা রান্নাঘরে রান্নাবান্নার কাজ করছিলেন। আরাফাত হামাগুড়ি দিয়ে নেমে তাদের বসতঘর সংলগ্ন ডোবায় পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে ডোবার পানিতে আরাফাতকে ভাসতে দেখেন পরিবারের লোকজন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে নিয়ে আসা আসার আগেই আরাফাতের মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে । আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে আরাফাতের লাশ হস্তান্তর করা হয়েছে।
এফএইচ