সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডেপুটি চিফ মেডিকেল অফিসার এটিএম নাসির উদ্দিনের কাছে ৫ লাখ টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সাইফুল মৃধা, মাসুদ মৃধা এবং জসীম উদ্দিন মৃধাসহ কয়েকজন এ চাঁদা চেয়েছেন বলে অভিযোগ তার। এ সময় চক্রটি অভিযোগকারীকে অকথ্য ভাষায় গালমন্দ করে প্রাঁণনাশের হুমকি দিয়ে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেন।
এ ব্যাপারে ভুক্তভোগী ডা. এটিএম নাসির উদ্দন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে একটি লিখত অভিযোগ করেছেন।
লিখিত আবেদনে তিনি অভিযোগ করেন, বিএনপি নেতা সাইফুল মৃধা, মাসুদ মৃধা, জসিম উদ্দিন (১), জসিম উদ্দিন (২), ও জসিম মিয়া নামের ৫/৬ যুবক তার অফিসে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে শারীরীকভাবে হেনস্থা ও অশ্লীল গালাগাল করেন। এছাড়া তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা না দিতে পারলে চাকরি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন তারা। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযুক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিবেন কিনা এমন প্রশ্নে ডা. নাসির উদ্দিন বলেন, দেশের চলমান অস্থিতিশীল অবস্থার কারণে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিবেশ শান্ত হলে মামলা করবেন বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এসএম হেমায়েত জাহান অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযুক্ত বিএনপি নেতা সাইফুল আলম মৃধাকে বেশ কয়েকবার ফোন করা হলেও কল রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
আরএ