সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর আহতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ প্রতিবাদ জনসভা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা সমন্বয়ক খন্দকার আরিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক, বিশেষ অতিথি জাতীয় নির্বাহী কমিটির ন্যায়পাল রায়হান কবীর, কবি নাহিদ হাসান নলেজসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
জনসভায় বক্তারা বলেন, ভারতকে বুঝতে হবে ছোট হলেও আমরা আমরা স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র। ফেলানী থেকে স্বর্ণা কিংবা জয়ন্ত এভাবে নির্বিচারে ভারতের হত্যাকে আমরা আর মেনে নিতে পারছি না। বর্তমান অভ্যন্তরীণ সরকারকে আমরা বলতে চাই, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে বন্ধুত্ব দেখাবে এটাই কাম্য। বন্ধুত্বের বদলে গুলি বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশের সীমান্তে ভারতীয় আগ্রাসন বন্ধের জোড় দাবি জানাই।
এর আগে জনসভার শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এরপর জুলাই অভ্যুত্থানে কারাবরণকারী কনক রহমানকে ফুল দিয়ে সম্মান জানানো হয়।
আরএ