সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। একই সঙ্গে তাদের কাছে থাকা একটি হাইড্রলিক কাটার, একটি ছোট চাকু, একটি লাল রঙের কাটা তার কাটিং প্লাস ও একটি হলুদ রঙের কাটা তার কাটিং প্লাস জব্দ করা হয়।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মামলা দায়ের শেষে আটকদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। একই সঙ্গে এজাহারে অজ্ঞাত আসামি করা হয়েছে ৯ থেকে ১০ জনকে।
আটকরা হলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জামাল হোসেন (৫০), আব্দুর রহিমের ছেলে ফরিদ (২৮), একই ইউনিয়নের আজিজনগর ডাঙ্গাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে ইউসুফ আলী (৩২) ও একই এলাকার আব্দুল করিমের ছেলে জুয়েল রানা (৩০)।
এর আগে শনিবার বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শারিয়ালজোত বিওপির নায়েব সুবেদার সৈবুর রহমান বাদী হয়ে আটক ওই চারজনসহ অজ্ঞাত ৯ থেকে ১০ জনের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন এবং পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করেন।
মামলার এজাহারে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা সীমান্ত এলাকায় হঠাৎ গুলির শব্দ পেলে বিজিবি টহল টিম তাদের টহল জোরদার করেন। পরে মেইন পিলার ৪৩৭/৪ ও ৫ এস হতে একটু দূরে বাংলাদেশের অভ্যন্তরে গুলির শব্দ পায় বিজিবি। এসময় তারা টিম নিয়ে পিলার এলাকায় গেলে ভারতীয় সীমান্তের কাঁটাতার থেকে ১৩ থেকে ১৪ জনের একটি দল বাংলাদেশের অভ্যন্তরে পালানোর চেষ্টা করে। দ্রুত তাদের ধাওয়া করা হলে ওই চারজনকে আটক করা হয়। এসময় তাদের অপর সহকর্মীরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তাদের শারিয়ালজোত বিওপিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে আটকরা জানান, সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, বিজিবি আসামিদের হস্তান্তর করে একটি এজাহার দায়ের করে। পরে সেটি মামলা আকারে গ্রহণ করে বিকেলেই আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
অ