সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে তদন্তকারী সংস্থা র্যাব। বুধবার ভোরে তাকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তারের পর দুপুরে নারায়ণগঞ্জ আমলি আদালতে তোলা হয়।
এসময় র্যাব আদালতকে জানায়, জামশেদ শেখ ত্বকী হত্যার সঙ্গে সরাসরি জড়িত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে আবেদন করেন র্যাব। শুনানি শেষে বিচারক কাউসার আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ জানান, এ নিয়ে গত তিন দিনে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। জামশেদ ছাড়াও মঙ্গলবার মো. শাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও মো. কাজল হাওলাদারকে আদালতে হাজির করে ৬ দিনের রিমান্ডে নেয় তদন্ত সংস্থাটি।
ত্বকী হত্যা মামলা আইনজীবী প্রদীপ ঘোষ জানান, দীর্ঘদিন মামলাটির আসামিরা পালিয়ে ছিল। আদালত তদন্ত সংস্থাকে এ ব্যাপারে তাগিদ দিয়েছে। আমরা আদালতকে জানিয়েছি মামলার হত্যায় জড়িত সকল আসামিদের দ্রত গ্রেপ্তারসহ তদন্তকারী আদালতে অভিযোগ পত্র দাখিল করে। একই সঙ্গে আসামিদের জামিন না দিতে আদালতে আবেদন জানিয়েছি।
এদিকে দ্রুত ত্বকী হত্যা মামলার সকল আসামিদের গ্রেপ্তারসহ আদালতে অভিযোগ পত্র দাখিল ও মামলার বিচার কাজ শুরু করার দাবি জানিয়েছেন মামলার বাদী, নিহত ত্বকীর পিতা ও সন্ত্রাস নির্মুল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। সরকারের আশ্রয়ে থাকায় হত্যায় জড়িতদের পরিচয় প্রকাশের পরও বিগত বছরগুলোতে তাদের গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। একদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যায় মেলে ত্বকীর লাশ। ত্বকী হত্যার সঙ্গে ওসমান পরিবারের সদস্যরা জড়িত আছেন বলে শুরু থেকে অভিযোগ করে আসছে তার পরিবার। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই হত্যকাণ্ডের তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব।
আরএ