সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উখিয়া কুতুপালং ২০নং ক্যাম্প ও ৪নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ২০নং ক্যাম্পের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) ও ৪নং ক্যাম্পের গণি মিয়ার ছেলে রহমতুল্লাহ (২৫)।
বিষয়টি নিশ্চিত উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন।
তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকান্ডগুলো ঘটে থাকতে পারে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী, আরসা ও আরএসওসহ বেশ কয়েকটি গ্রুপ রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয়। নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে প্রায় সংঘর্ষে লিপ্ত হচ্ছে তারা। এতে ঘটছে হত্যাসহ নানা অপরাধ।
আরএ