সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের লালপুরে ১৪ বছর বয়সী কিশোরী শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাই জাহেদুল ইসলাম ওরফে জারেদকে (৩২) যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ), মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন বলে জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবি মো. আনিসুর রহমান।
দণ্ডপ্রাপ্ত জাহেদুল লালপুরের আব্দুলপুর পূর্বপাড়া এলাকার মজিদ প্রামানিকের ছেলে। রায় ঘোষনার সময় অভিযুক্ত জাহেদুল আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বর্ণনায় আনিসুর রহমান বলেন, ২০২১ সালের ১৫ মার্চ কিশোরী শ্যালিকাকে বেড়ানোর কথা বলে কৌশলে কুষ্টিয়া নিয়ে যায় তার দুলাভাই জাহেদুল। সেখানে এক বাড়িতে নিয়ে কিশোরী শ্যালিকাকে একাধিকবার ধর্ষণ করে সে। এঘটনায় ভিকটিমের বাবা থানায় বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ ভিকটিমকে উদ্ধারসহ জাহেদুলকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা, লালপুর থানার পরিদর্শক, হীরেন্দ্রনাথ প্রামানিক ওই বছরের ১৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দিলে স্বাক্ষ্য প্রমাণ শেষে দোষী সাবস্ত হওয়ায় আদালতের বিচারক জাহেদুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়। জরিমানার টাকা ভিকটিম পাবেন বলে আদেশে উল্লেখ করা হয় বলে জানান, রাষ্ট্রপক্ষের ওই কৌঁসুলি।
এফএইচ