সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলের কালিয়ায় আরবি পড়ে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম শেখ (২৪) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার ( ৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চানপুর- রঘুনাথপুর সড়কের তানজার শেখের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নাসিম শেষ উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর (পূর্ব পাড়া) গ্রামের মৃত. শহিদুল শেখের ছেলে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরবি শিক্ষার জন্য প্রতিদিনের ন্যায় নাসিম রোববার সন্ধ্যায় পার্শ্ববর্তী চানপুর গ্রামের মসজিদের ইমামের কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন। পড়া শেষ করে বাড়িতে মোটরসাইকেল যোগে ফেরার পথে রঘুনাথপুর গ্রামের দক্ষিন পাড়ার তানজার শেখের বাড়ির সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা শব্দ শুনে দৌঁড়ে গিয়ে আহত অবস্থায় পড়ে থাকা নাসিমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, নিহত নাসিমের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনিগত ব্যবস্থা নেওয়া হবে